স্কুলছাত্রকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলছাত্র জাহিদুল ইসলাম হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল রোববার বলরামপুর উচ্চবিদ্যালয়ের মাঠে এ কর্মসূচিতে তার সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেয়। এ সময় কয়েক শতাধিক ছাত্রছাত্রী ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবারের আর্র্থিক জোগান দেয়া ষষ্ঠ শ্রেণির মেধাবী স্কুলছাত্র অটোভ্যানচালক জাহিদ হত্যার ঘটনার ছয় দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো পুলিশ হত্যাকারী শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়নি এটি দুঃখজনক। এ সময় বিক্ষোভকারীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়। অন্যথায় কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম লোটন, প্রধান শিক্ষক লুৎফর রহমান, শিক্ষক লিয়াকত হোসেন, শাহীনা আক্তার, স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান বিপ্লব, সাংবাদিক আল-আমিন শোভন, সাবেক ইউপি সদস্য মিনহাজ উদ্দিন, এলাকাবাসীর পক্ষে শাহীন মিয়া, নিহতের বাবা সুজন তালুকদার, মা জাহানারা বেগম। উল্লেখ্য, পড়াশোনার খরচ ও পরিবারকে আর্থিক সহযোগিতা করতে গত ১ মার্চ প্রতিবন্ধী বাবার অটোভ্যান নিয়ে আয়-রোজগারের আশায় বের হয়েছিল স্কুলছাত্র জাহিদ।