অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তিতাস

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাভার (ঢাকা) প্রতিনিধি

অবৈধ গ্যাস সংযোগ দেয়া বন্ধ না করলে সেইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লা। গতকাল রোবাবার গাজীপুর ডিভিশন ও সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উদ্যোগে বিভিন্ন পোশাক কারখানার মালিক ও বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় আয়োজন করে তিতাস। হারুনুর রশিদ বলেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে বিভিন্ন এলাকায় রান্নার চুলায় গ্যাসের প্রেসার কমে গেছে।