ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ গ্যাসলাইন উচ্ছেদে সম্মাননা পেলেন ৯ কর্মকর্তা

অবৈধ গ্যাসলাইন উচ্ছেদে সম্মাননা পেলেন ৯ কর্মকর্তা

অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ সফলতার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (বিজিডিসিএল) ৯ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি শংকর মজুমদার এ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী ফিরোজ আলম। অনুষ্ঠানের সভাপতি ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার বলেন, অবৈধ পাইপলাইন উচ্ছেদ অভিযান খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। অভিযানে অংশগ্রহণকারী সবাইই জীবনের ঝুঁকি নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সাহসী ভূমিকা পালন করায় কোম্পানির ৯ জন কর্মকর্তা যথাক্রমে মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শাহনুর আলম, উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী ছগীর আহমেদ, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শাহজাহান, উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. বেলায়েত হোসেন, ব্যবস্থাপক (ভিজিল্যান্স) মো. জসীম উদ্দিন আহমেদ, ব্যবস্থাপক (সেফটি অ্যান্ড সি.) মো. আনিছুর রহমান, ব্যবস্থাপক (ভিজিল্যান্স) মোহাম্মদ সেলিম খান, সহকারী প্রকৌশলী (ভিজিল্যান্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সহকারী প্রকৌশলী (ভিজিল্যান্স) শাহ মো. সাজ্জাদ হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শাহনুর আলম, মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী সাইফুল আলম, মহাব্যবস্থাপক (ইএস) প্রকৌশলী মর্তুজা রহমান, মহাব্যবস্থাপক (বিপণন) মো. সোলায়মান, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. মিজানুর রহমান, মো. এনামুল করিম চৌধুরী ও কোম্পানির সচিবসহ সব উপ-মহাব্যবস্থাপকরা।

অনুষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স) বলেন, অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ অভিযানের সময় নানামুখি সমস্যার মোকাবিলা করতে হয়েছে। বিশেষ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় অবৈধ গ্রাহক কর্তৃক প্রাণনাশের হুমকির সম্মুখিন হতে হয়েছে বারবার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত