অবৈধ গ্যাসলাইন উচ্ছেদে সম্মাননা পেলেন ৯ কর্মকর্তা

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নজরুল ইসলাম দুলাল, কুমিল্লা

অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ সফলতার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (বিজিডিসিএল) ৯ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি শংকর মজুমদার এ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী ফিরোজ আলম। অনুষ্ঠানের সভাপতি ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার বলেন, অবৈধ পাইপলাইন উচ্ছেদ অভিযান খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। অভিযানে অংশগ্রহণকারী সবাইই জীবনের ঝুঁকি নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সাহসী ভূমিকা পালন করায় কোম্পানির ৯ জন কর্মকর্তা যথাক্রমে মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শাহনুর আলম, উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী ছগীর আহমেদ, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শাহজাহান, উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. বেলায়েত হোসেন, ব্যবস্থাপক (ভিজিল্যান্স) মো. জসীম উদ্দিন আহমেদ, ব্যবস্থাপক (সেফটি অ্যান্ড সি.) মো. আনিছুর রহমান, ব্যবস্থাপক (ভিজিল্যান্স) মোহাম্মদ সেলিম খান, সহকারী প্রকৌশলী (ভিজিল্যান্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সহকারী প্রকৌশলী (ভিজিল্যান্স) শাহ মো. সাজ্জাদ হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শাহনুর আলম, মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী সাইফুল আলম, মহাব্যবস্থাপক (ইএস) প্রকৌশলী মর্তুজা রহমান, মহাব্যবস্থাপক (বিপণন) মো. সোলায়মান, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. মিজানুর রহমান, মো. এনামুল করিম চৌধুরী ও কোম্পানির সচিবসহ সব উপ-মহাব্যবস্থাপকরা।

অনুষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স) বলেন, অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ অভিযানের সময় নানামুখি সমস্যার মোকাবিলা করতে হয়েছে। বিশেষ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় অবৈধ গ্রাহক কর্তৃক প্রাণনাশের হুমকির সম্মুখিন হতে হয়েছে বারবার।