বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে সভা

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

‘সকলের অংশগ্রহণ, বন্যপ্রাণী হবে সংরক্ষণ’ এমন প্রতিপাদ্য নিয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে গতকাল রোববার শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর বন নার্সারি চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিশেষ অতিথি শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাদির, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সংগঠক দেবদাস চন্দ বাবু, শেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল প্রমুখ। বন বিভাগের বীট কর্মকর্তা মঞ্জুরুল হক অনুষ্ঠানটি সঞ্চলনা করেন। অনুষ্ঠানে প্রাণপ্রকৃতি, বন ও বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের সুফল প্রকল্পের আওতায় নির্মিত বিশেষ ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বন্যপ্রাণি রক্ষায় প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে বন্যপ্রাণির অভয়াশ্রম নিশ্চিত করতে পাহাড় কাটা, শাল-গজারীর বন ধ্বংস ও পাথর উত্তোলন বন্ধ করা, সামাজিক বনায়নের নামে মনোকালচার বনসৃজন বন্ধ করা, খাল-বিল, নদী-নালা, জলাশয় দখল-দূষণ বন্ধ করতে হবে। উন্নয়নের নামে প্রকৃতি বিনাশী কার্যক্রম বন্ধ করতে হবে, টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনে আইন ও নীতি পরিবর্তন করতে হবে।