ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চুরি-ডাকাতির হিড়িক

চুরি-ডাকাতির হিড়িক

ঝিনাইদহের কালীগঞ্জে চুরি-ডাকাতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত কোনো না কোনো স্থানে ঘটছে চুরি-ডাকাতির মতো ঘটনা। চোখের আড়াল হলেই মোটরসাইকেল, বাইসাইকেল, ইজিবাইক, ভ্যান, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। এছাড়া রাস্তায় গতিপথ রোধ করে মোটরসাইকেল, রিকশা ও ট্রাকে ঘটছে ডাকাতির ঘটনাও। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ডজনখানেক চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। আর এসব চুরি-ডাকাতির ঘটনায় ভুক্তভোগিরা থানায় অভিযোগ করলেও প্রকৃত অপরাধী কাউকে আইনের আওতায় আনতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, গত ১১ জানুয়ারি তৈলকূপ গ্রামের আসাদুল ইসলামের ১০০ সি. সি. সাতক্ষিরা হ ১৩-৭৭৯৯ এবং দুলাল মুন্দিয়া গ্রামের আসলাম হোসেনের হিরো হোন্ডা ১০০ সি.সি. ঝিনাইদহ হ ১১-৫০২১ মোটরসাইকেল কালীগঞ্জ-নলডাঙ্গা রাস্তার বাঁকা ব্রিজ নামক স্থানে ডাকাতির ঘটনায় মোটরসাইকেল দুটি ছিনতাই করে নেয়। গত ১৯ জানুয়ারি যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ দুলাল মুন্দিয়া বাজারের সন্নিকটে পল্লী বিদ্যুতের ব্যবহৃত নিশান এলপিজি ফিলিং স্টেশনের তিনটি ট্রান্সফর্মার চুরি হয়। এ ঘটনায় পরের দিন দুপুরে ওই ফিলিং স্টেশনের ম্যানেজার কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত ১৯ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভায় তিন মোটরসাইকেল আরোহির কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি এফ জেড ১৫০ সি. সি. মোটরসাইকেল ডাকাতি করে। এ ঘটনায় মো. সাইদ আফ্রিদি মামলা করেন। উপজেলার জামাল ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে পুলিশ সুপার কানাই লাল সরকারের বাড়ি থেকে তামা, কাসা ও পিতলের তৈরি প্রায় ৬০ কেজি মালামাল লুট করে নিয়ে যায় চোরোরা। খবর পেয়ে পরের দিন কালীগঞ্জ থানার ওসি মো. আব্দুর রহিম মোল্ল্যা, জেলা পিবিআই পুলিশ ও ডিএসবির সদস্যরা ঘটনাস্থালে পরিদর্শন করেন। এছাড়াও গত ২৬ ডিসেম্বর উপজেলার রায়গ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয় ও সুজন সরকারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। কোটচাঁদপুর রোডের পাতিবিলা এলাকায় গভীর রাতে ট্রাকে ডাকাতির ঘটনাও ঘটে। থানার ওসি (তদন্ত) হরি দাস রায় জানান, আব্দুর রহিম স্যারের নেতৃত্বে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত