ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কৃষকের জমিতে আবাসন কোম্পানির বালু ভরাটের চেষ্টা

কৃষকের জমিতে আবাসন কোম্পানির বালু ভরাটের চেষ্টা

জমি না কিনেই কৃষকদের কৃষি জমিতে জোর করে বালু ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে প্রবাসী পল্লী নামে একটি আবাসন কোম্পানির বিরুদ্ধে। বাধা দেয়ায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও মহড়া করেছে কোম্পানির নিয়োজিত সন্ত্রাসীরা। এ ব্যাপারে তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করতে গেলেও নেয়া হয়নি অভিযোগ। এদিকে নিজেদের জমি রক্ষায় কৃষকরা জমির সীমানায় দিচ্ছেন বাঁধ। স্থানীয় কৃষকরা জানায়, ইউনিয়নের ভোলাবো, কুতুবপুর, পার্শ্ববর্তী কান্দাইল মৌজায় কু-নজর পড়েছে প্রবাসী পল্লী নামের এই আবাসন কোম্পানির। তারা রাতের আঁধারে এসব এলাকার শত শত বিঘা জমি বালু দিয়ে ভরাট করে ফেলেছে। পাশাপাশি স্বর্ণখালী এলাকায় কুতুবপুর মৌজায় স্থানীয় কৃষকদের প্রায় ৩০ বিঘা কৃষি আবাদি জমি না কিনে এমনকি কোনো ধরনের অনুমতি না নিয়ে জোরপূর্বক ড্রেজার দিয়ে বালু ভরাটের চেষ্টা করছে প্রতিষ্ঠানের নিয়োজিত রাজু প্রধান নামে একজন। জমিতে বালু ভরাটের জন্য রাজু ও তার লোকজন জমিতে পাইপ বসাতে গেলে কৃষকরা তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কৃষকদের ওপর হামলা ও ধাওয়া করে রাজুসহ প্রতিষ্ঠানের নিয়োজিত অন্যান্যরা। এ ঘটনায় কৃষক সালাম মোল্লাসহ জমির মালিকরা স্থানীয় ভোলাব তদন্ত কেন্দ্রে লিখিতভাবে অভিযোগ করতে গেলে নেয়নি সেই অভিযোগও। বাধ্য হয়ে সেই আবাদি জমি রক্ষা করার জন্য নিজেদের উদ্যোগে জমির সীমানায় মাটি দিয়ে বাঁধ দিচ্ছে তারা। এ ব্যাপারে ভোলাবো স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজু প্রধান বলেন, জমিতে বালু ফেলার জন্য পাইপ বসাতে গেলে কয়েকজন বাধা দিয়েছিল। তবে জমির মালিকদের সঙ্গে কথা বলেই বালু ভরাট করব। তাছাড়া এ এলাকার বেশিরভাগ জমিতে বালু ভরাটের কাজ আমিসহ আমার চাচাতো ভাইসহ কয়েজন করে থাকি।

প্রবাসী পল্লীর প্রজেক্ট ম্যানেজার আকতারুজ্জামান পাঠান বলেন, বালু ভরাটের ব্যাপারটা আমাদের জানা নেই।

আমরা কাউকে হয়রানি বা বালু ভরাটের জন্য অনুমতি দেইনি। তবে আমাদের কোম্পানির চেয়ারম্যান দেশের বাইরে গেছেন। কাউকে বালু ভরাটের কাজ দিয়েছেন কি না উনি এলে জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত