ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উন্নয়নের জোয়ারে কমেছে দুর্ভোগ

উন্নয়নের জোয়ারে কমেছে দুর্ভোগ

বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবির মুখে ভাঙাচোরা সড়কগুলোর চিত্র পাল্টে গেছে। উন্নয়নবঞ্চিত বগুড়ায় এবার উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রায় ১ হাজার ৫৭ কোটি টাকা ব্যয়ে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে জেলা শহরের সব সড়কের বেহাল দশা। বগুড়া সড়ক বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন সড়কের অধিকাংশ সড়ক ছিল ভাঙা। এর কারণে মাঝে মধ্যেই নানা দুর্ঘটনার শিকার হতো সাধারণ মানুষ। এ নিয়ে এলাকাবাসীর ছিল নানা অভিযোগ। অভিযোগগুলো পেরিয়ে সড়কগুলোর উন্নয়ন কাজ শুরু হয়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ কাজ অধিকাংশ শেষ হয়েছে। জমি অধিগ্রহণ, আধুনিক সড়ক নির্মাণসহ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৫ কোটি টাকা। মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মধ্যে সংযোগ সড়ক মোট ১.৮৫ কিলোমিটার। জেলা থেকে সারিয়াকান্দি, গাবতলী, সোনাতলা এই তিন উপজেলাবাসীর জন্য ২৪৬ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে সড়ক এবং নির্মাণ করা হচ্ছে বাঙালি নদীর ওপর আড়িয়ারঘাট সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সড়ক সংস্কার কাজ শেষ হলে এই অঞ্চলের মানুষের আগের থেকে আরো দ্বিগুণ দিনবদলের গল্প গাঁথা হবে। সবশেষে প্রকল্পটি একনেকে পাস করা হয়। একনেকের সভায় সড়কটি আধুনিক করে নির্মাণে ২৪৬ কোটি টাকার অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পের টাকায় সোনাতলা উপজেলার আড়িয়ার ঘাটে বাঙালি নদীর ওপর একটি সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। শহরের চারমাথা থেকে নওগাঁ জেলার বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটি প্রায় ৪৩ কিলোমিটার। প্রায় ২২৭.৬৫ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার শুরু হয়ে শেষ হয়েছে। বগুড়া নাটোর সড়কের বগুড়া অংশ সংস্কার করে প্রায় ৩২ কিলোমিটার করা হয়েছে চকচকে। এই কাজে ব্যয় ধরা হয়েছে ২৮৪ কোটি টাকা। বগুড়া টু জয়পুরহাট জেলা সড়কের উন্নয়নে ব্যয় ধরা হয় প্রায় ৬৫ কোটি টাকা। এই সড়কের উন্নয়ন কাজও শেষ হয়েছে। এছাড়া বগুড়ার তালোড়া-ওমরপুর-দুপচাঁচিয়া-আক্কেলপুর, কাথম-কালীগঞ্জ এলাকার প্রায় ৬৩ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। এই কাজটি সমাপ্ত করতে ব্যয় হয়েছে ১৫৭ কোটি টাকা। বগুড়া জেলা শহরের বহুকাঙ্ক্ষিত ফতেহ আলী সেতুটিও নির্মাণ কাজ চলমান রয়েছে। সড়ক বিভাগ বলছে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা। এই সেতু নির্মাণ হলে বগুড়ার পূর্ব অংশের তিনটি উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া পূর্ব বগুড়ার কৃষিপণ্য সরাসরি ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে পরিবহন করা যাবে।

বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, বেশিরভাগ সড়কের অবস্থা বিগত দিনের চেয়ে বেশ ভালো। সারিয়াকান্দি-বগুড়া, মেডিক্যাল থেকে মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া-নাটোর, বগুড়া-জয়পুরহাট, বগুড়া-নওগাঁ, বগুড়ার ফতেহ আলী ব্রিজসহ বেশ কিছু আঞ্চলিক সড়ক নির্মাণ করা হয়েছে। সংস্কার ও প্রশস্তকরণ, ভূমি অধিগ্রহণ করে সড়কগুলো নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত