ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী

সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে রাজনীতির মাঠে আসেন দাউদকান্দি-মেঘনার তিনবারের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপির বড় ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী। বাবাকে অনুসরণ করে অল্প সময়েই দাউদকান্দির সর্বস্তরের মানুষের মন জয় করে দুইবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জনগণের পাশে থেকে কাছ করছেন। সেবা পৌঁছে দিচ্ছেন জনগণের দোরগোড়ায়। করোনাকালীন সময়ে করোনা প্রতিরোধে সাহসী ভূমিকা রেখেছেন। প্রথমবার উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি চট্টগ্রাম বিভাগ ও জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর করোনাকালীন বীরত্বগাঁথা অবদানের জন্য চ্যানেল আই থেকে ‘শ্রেষ্ঠ সমাজসেবক’ অ্যাওয়ার্ড পান।

জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩-এর উদ্বোধন এবং জাতীয় শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ প্রদান অনুষ্ঠান আসছে আগামী ১২ মার্চ রাজধানী ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানের মেজর (অব.) মোহাম্মাদ আলীকে দেশসেরা চেয়ারম্যান হিসেবে জাতীয় শিক্ষা পদক প্রদান করা হবে। মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, এ গৌরব আমার একার নয়, আমার প্রাণ প্রিয় দাউদকান্দিবাসীর ভালোবাসা ও তাদের পূর্ণ সহযোগিতা আজ আমি দেশসেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যত দিন বাঁচিয়ে রাখবে আমি দাউদকান্দি ও মেঘনা উপজেলাবাসীর সেবা করে যাব ইনশাআল্লাহ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত