ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় ইটভাটা থেকে শেয়ার হোল্ডারদের উচ্ছেদের পাঁয়তারা

উখিয়ায় ইটভাটা থেকে শেয়ার হোল্ডারদের উচ্ছেদের পাঁয়তারা

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং এলাকায় চুক্তিতে ভাড়া নেয়া ফোরস্টার ব্রিকফিল্ড থেকে ভাড়াটে দিদার ও মোস্তাকসহ কয়েকজন শেয়ার হোল্ডারকে জোরপূর্বক উচ্ছেদ করার অভিযোগে উঠেছে। কক্সবাজার জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান ওরফে ইকরা মিজানের বিরুদ্ধে লিখিত বক্তব্য পাঠ করে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী দিদার ও মোস্তাক।

ভুক্তভোগীরা জানান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ওরফে ইকরা মিজান থেকে ফোরস্টার ব্রিকফিল্ডটি ভাড়া নেন দিদার ও মোস্তাক নামের দুই ব্যক্তি। কিন্তু চুক্তির মেয়াদ শেষ না হতেই ব্রিকফিল্ডটি দখল করতে চেষ্টা করছে মিজানসহ তার সাঙ্গপাঙ্গরা। ভুক্তভোগীরা আরো জানান, ব্রিকফিল্ডটি দখল করার জন্য ভাড়াটে দিদার ও মোস্তাককে ইকরা হোটেলে আটকে রাখা হয়েছিল। এ সময় জোর করে কেড়ে নিয়ে চুক্তিনামাটি ছিঁড়ে ফেলেছে ইকরা মিজান। ব্রিক ফিল্ডটি দখলে নিয়ে উচ্ছেদ করতে নানা ধরনের হুমকি প্রদান করে যাচ্ছে। এতে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী দিদার ও মোস্তাক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত