ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষকদের মন থাকে না ক্লাসে

শিক্ষকদের মন থাকে না ক্লাসে

গাইবান্ধার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগেই শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে। এতে ক্লাসে পাঠদানের ক্ষেত্রে অনেক শিক্ষকই অমনোযোগী হয়ে পড়ছেন। তারা কোচিং ক্লাস শেষ করে ক্লান্ত হয়ে বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান করতে প্রবেশ করেন। ফলে ক্লান্ত শরীরে তারা শ্রেণিকক্ষে মনোযোগী হতে পারেন না। তবে প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, দুর্বল শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতি করার জন্য সকালে কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, পরীক্ষার সময় যাতে ঝামেলা না হয়, ভয়ে সন্তানকে কোচিংয়ে দিতে হয়েছে। খুব কষ্ট করে মাস শেষে কোচিংয়ের টাকা দিই। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব বলেন, আইন মেনে বিদ্যালয়ে সকাল বেলা কোচিং করানো হয়। অনেক শিক্ষার্থীর অভিভাবক রয়েছেন যারা অসচ্ছল, তাদের কাছ থেকে কোনো টাকা নেয়া হয় না। এক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বলেন, বাণিজ্যিকভাবে কোচিং করানো হয় না। বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে দুর্বল। তাদের উন্নতির জন্য শিক্ষকদের কোচিং করাতে বলা হয়েছে। গাইবান্ধার জেলা শিক্ষা অফিসার (ডিইও) রোখসানা বেগম জানান, প্রত্যেক উপজেলায় শিক্ষা কমিটি রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত