ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিদেশি ১৭ জাতের বীজ আলুর মাঠ দিবস অনুষ্ঠিত

বিদেশি ১৭ জাতের বীজ আলুর মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুরের নকলায় চলতি মৌসুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আওতায় রোপণকৃত উচ্চ ফলনশীল এবং শিল্পে ব্যবহার উপযোগী ও বিদেশে রপ্তানিযোগ্য উচ্চ ফলনশীল ১৭টি জাতের বীজ গোল আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিএডিসি হিমাগার নকলার বাস্তবায়নে এবং বিএডিসি’র মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের বিএডিসি’র চুক্তিবদ্ধ কৃষক মো. শামসুজ্জামান জুয়েলের বাড়ির আঙ্গিনায় ২০২২-২৩ উৎপাদন মৌসুমে প্রদর্শনী প্লট স্থাপন ও মাল্টি লোকেশন পারফরমেন্স যাচাইয়ের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিএডিসি নকলা হিমাগারের উপ-পরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বিএডিসি’র প্রকল্প পরিচালক (মাবীউকৃবিপ্র) কৃষিবিদ আবীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ সাইফুল আজম খান, বিএডিসি ঢাকা’র উপ-পরিচালক (মান নিয়ন্ত্রণ) কৃষিবিদ এএসএম খায়রুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহম্মেদ। বিএডিসি হিমাগার নকলার উপসহকারী পরিচালক (টিসি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, কৃষক শামসুজ্জামান জুয়েলসহ অনেকে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. শাহিন রানা। বিএডিসি হিমাগার নকলার অফিসের দেয়া তথ্য মতে, বিএডিসি হিমাগার নকলার বাস্তবায়নে ২০২২-২৩ উৎপাদন মৌসুমে প্রদর্শনী প্লট স্থাপন ও মাল্টি লোকেশন পারফরমেন্স যাচাইয়ের জন্য উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের কৃষক মো. শামসুজ্জামান জুয়েলের জমিতে প্রদর্শনী প্লটের মাধ্যমে বীজ উৎপাদনের জন্য ১৭টি উচ্চ ফলনশীল বিদেশি উন্নত জাতের বীজ আলু চাষ করা হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত