ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

পাঁচ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই উৎপাদন করে বিক্রির অপরাধে নওগাঁর পত্নীতলায় পাঁচ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার নজিপুর বাজারে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এ জরিমানা করেন। র‍্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই উৎপাদন করে বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠান ফাতিহা ফুড প্রোডাক্টের মালিক এমএস দোলনের ১২ হাজার টাকা, ধানসিঁড়ি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক আলমগীর হোসেনের ১০ হাজার টাকা, নিউ মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রফিকুল ইসলামের ১০ হাজার টাকা, মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক উজ্জ্বল কমার মহন্তের ১০ হাজার টাকা এবং ওল্ড মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সিদ্দিকুর রহমানের ৮ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত