ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

বগুড়া ওয়াইএমসিএতে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গত মঙ্গলবার সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার ঐতিহাসিক ভাষণের স্মৃতিবিজড়িত ৭ই মার্চ পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর যুগান্তকারী ৭ই মার্চের ভাষণটি ছিল মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতির শপথ। বঙ্গবন্ধুর ভাষণটি শুধু একটি ঐতিহাসিক ভাষণই ছিল না, বরং এটি বাঙালি জাতির জন্য একটি শপথ ছিল। বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং বহুল প্রত্যাশিত স্বাধীনতার জন্য সম্মিলিতভাবে লড়াইয়ে জাতিকে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত করেছিল। একটি মাত্র বক্তৃতায় এই মহামানব সমগ্র জাতিকে একটি ছাতার নিচে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং একটি বাস্তব সার্বভৌম নেতা হিসেবে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবার হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন। ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, সহকারি প্রধান শিক্ষক পারভীন আক্তারসহ প্রমুখ।

চাঁদপুর : এ উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ মাঠের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। এ সময় জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦্ ওচমান গণি পাটওয়ারী, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা পরিষদ প্রকৌশলী, মো. ইকবাল হোসেন, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

লালমনিরহাট : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সব স্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, পুলিশ সুপার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পিরোজপুর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ৭ই মাচের্র ভাষণ ছিল প্রকৃতপক্ষে বাঙালি জাতির মুক্তিসনদ এবং এই ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার দিকনির্দেশনা দিয়েছিলেন। জাতিসংঘ ৭ মার্চকে ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যায়িত করেছে। ৭ মার্চের ভাষণকে বিদেশি বিভিন্ন গণমাধ্যম তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেছে। পিরোজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ মার্চ আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, জয়েন্ট ডিরেক্টর এনএসআই আ. কাদের, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, আক্তারুজ্জামান ফুলু, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ, রেজাউল করিম মন্টু সিকদার, গোপাল বাসুসহ দুইজন শিক্ষার্থী।

মুন্সীগঞ্জ : ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে সদর উপজেলার মিরকাদিম পৌর আওয়ামী লীগের আয়োজনে বটতলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মাঝে আরো বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাতেন সেন্টু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাজেদুল ইসলাম বাদল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহম্মেদ প্রমুখ।

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করাসহ প্রেসক্লাবের অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক নূর হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন উপস্থিত ছিলেন। পরে মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যাপক মো. আবুল হাসেম প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালীতে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার ওসি মো. জাকারিয়া, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক মঞ্জরুল মাহফুজ পায়েল প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত