যুবলীগ কর্মীর লাশ উদ্ধার

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে গতকাল বুধবার নিজ ঘর থেকে মোখসুদ আলম বিপ্লব নামে এক যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, নূরুল হক খোকা মিয়ার ছেলে স্থানীয় যুবলীগ কর্মী মোখসুদ আলম বিপ্লবের বসত ঘরের শয়ন কক্ষে বুতের (আড়ার) সঙ্গে ওড়না পেঁছানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এ ঘটনায় বিপ্লবের মামা আবুল হাসেম সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।