ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নকল জুস কারখানাকে দুই লাখ টাকা জরিমানা

নকল জুস কারখানাকে দুই লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পিরোজপুর এলাকায় অবস্থিত ওয়েল কাম স্টার ফুট ও বিডি রয়েল নামে একটি নকল জুস কারখানা র‍্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়েছে। এ সময় অবৈধভাবে বিষাক্ত কেমিক্যাল দিয়ে নকল জুস তৈরি করা প্লাস্টিক বোতল ভর্তি আনুমানিক প্রায় ১৪ হাজার লিটার জুস জব্দ করেন। পরে কারখানার মালিক আফজাল হোসেন ওরফে লিলন চৌধুরীকে ২ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবেই ভবনের সামনে জব্দকৃত মালামালগুলো আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়। গতকাল বৃহস্পতিবার র‍্যাব-১১-এর উপঅধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরীর নেতৃত্বে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী গণমাধ্যমকর্মীদের জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের এবায়েদ উল্লাহ মিয়ার ছেলে আফজাল হোসেন ওরফে লিলন চৌধুরী দীর্ঘদিন ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর ইনকিলাবের একটি পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওয়েল কাম স্টার ফুট ও বিডি রয়েল নামে কারখানায় বিষাক্ত জুস প্রস্তুত করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে যাচ্ছে। এ সব জুস পান করে দেশের লাখ লাখ মানুষ ও শিশুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত