ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রিজে অ্যাপ্রোচ না থাকায় দুর্ভোগ

ব্রিজে অ্যাপ্রোচ না থাকায় দুর্ভোগ

পিরোজপুরের কাউখালী উপজেলা সড়কে এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ১ বছর আগে আরসিসি গার্ডার ব্রিজ নির্মিত হলেও আজ পযর্šÍÍ দু’পাশে অ্যাপ্রোচ না থাকায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, ঐশি এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানটি ১ বছর আগে আইবিআরপি প্রকল্পের আওতায় ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ব্রিজের মূল কাজ শেষ করলেও অ্যাপ্রোচের কাজ ফেলে রেখে যায়। ব্রিজের দুই পাড়ে ৬টি রাস্তার সংযোগ রয়েছে। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটির উত্তর পাশে একমাত্র সরকারি বালিকা বিদ্যালয় প্রায় সহস্রাধিক ছাত্রী প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করেন। ব্রিজের ১০০ গজের মধ্যেই রয়েছে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কাজী হারুনর রশিদ প্রাথমিক বিদ্যালয় তার পাশেই রয়েছে কেন্দ্রীয় আশ্রম এবং ব্রিজের দক্ষিণ পাশেই ২০০ গজের মধ্যেই উপজেলা পরিষদ, সরকারি বালক বিদ্যালয়, সকারি কলেজ, স্বাস্থ্য কমপ্লেস্ক ও মহিলা কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যে কারণে ব্রিজের দুই পাড়েই কয়েক হাজার মানুষের প্রতিদিন জরুরি কাজে যাতায়েত করতে হয়। অ্যাপ্রোচ না থাকায় কাজী হারুনের সভাপতি পলাশ সিকদার, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনির মোল্লাসহ অনেকেই অভিযোগ করেন যে, প্রতিদিন শিক্ষার্থীরা আসাযাওয়ার সময় ধুলা বালিতে একাকার হয়ে যায়। ফলে সর্দিকাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ২/১ দিনের মধ্যে প্রধান প্রকৌশলী অ্যাপ্রোচের অনুমোদন পাওয়া যাবে এবং ঠিকাদার কাজ শুরু করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত