বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রায়পুরা (নরসিংদী) প্রতিবেদক

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক সভা, বিদ্যালয়ের হাইজিন কর্নার উদ্বোধন, মেধাবৃত্তি প্রদান এবং ছাত্রীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার পৌর এলাকায় রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা লেডিস ক্লাব ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন। সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সঞ্জালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা লেডিস ক্লাবের সভাপতি রিফাত আখতার।