জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই সেøøাগানের আলোকে গতকাল শুক্রবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী : ডোমার উপজেলা পরিষদ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. পূবন আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আব্দুল মাবুদ, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইয়েদ মো. ইমরান।

নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলা আডিটরিয়াম হল রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন, মাসুদ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা সুলতানা উর্মি, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূইয়া প্রমুখ।

মাগুরা : শ্রীপুর উপজেলা প্রশাসন ও ত্রাণ অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও রোভার স্কাউটসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া প্রদর্শন করেন ও বিভিন্ন উপকরণের কার্যাবলি তুলে ধরেন। উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরীফ আমিনুল ইসলাম মামুন মহড়ায় নেতৃত্ব দেন।

বগুড়া : বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ব্র্যাক এবং সুফল-২ প্রকল্প ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় র‍্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের উদ্দ্যোগে অগুন নিভানোর মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এমপি সাহাদারা মান্নান, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, প্রতিনিধি সারিয়াকান্দি প্রকল্প অফিসের পক্ষে মনিটরিং অফিসার শামসুল আলম, সহ-প্রকল্প অফিসার শহিদুল ইসলাম, মিজানুর রহমান, ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রোগ্রামের মাঠ সমন্বয়কারী রেদওয়ানুজ্জামান চৌধুরী প্রমুখ।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম, কেশবপুর থানার উপপরিদর্শক রহমত আলী, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রায়হান আহমেদ বাপী, প্রভাষক তোজাম্মেল হোসেন কাজল, সাংবাদিক নূরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল। অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি ফখরুল ইমাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় র‍্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মাঠ প্রাঙ্গণে ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. ফেরাজ আলী শিক্ষার্থীদের দেখানো হয়। শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বীরগঞ্জ থানার তদন্ত ওসি মো. মইনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসুদা পারভীন।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন শামীম, হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ওমর খইয়ম, ফায়ারফাইটার মো. শাহজাহান মিয়া প্রমুখ।

সাঘাটা (গাইবান্ধা) : গাইবান্ধার সাঘাটা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সুফল প্রকল্প-২ এর সহযোগীতায় র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক সুফিয়ান। আরো বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু সাঈদ, মহিলা বিষয়ক কর্মকতা পবন কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান সুফল-২ প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার সাহা, মনোরঞ্জন সরকার, রওশন আলম, রেজওয়ানুল ইসলাম, আনোয়ারুল ইসলাম সবুজ, এফাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মিলন মিয়া।

শালিখা (মাগুরা) : মাগুরার শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে মাগুরা ফায়ার সার্ভিসের একটি টিম ভূমিক¤প ও অগ্নিকান্ড বিষয়ে মহড়া প্রদর্শনী করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রাজীবুল ইসলাম। বক্তব্য দেন আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক একেএম খায়রুল আলম, শালিখা প্রেসক্লাবের সাংবাদিক হাবিবুল হক প্রমুখ।

সোনাগাজী (ফেনী) : ফেনীর সোনাগাজীতে ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও অগ্নি নিবার্পন মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারেক আহমেদ, ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের সহকারী পরিচালক মুনির চৌধুরী।

তারাগঞ্জ (রংপুর) : উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়। এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ নোমান শিমুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আলতাফ হোসেন প্রমুখ।

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিা বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উজ্জামানসহ নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন।