ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার আট

সিরাজগঞ্জের আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার আট

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাঞ্চল্যকর সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করছে। এরইমধ্যে এ মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট থানার এক পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই উপজেলার ভোগলমান চারমাথা বাজারে দেশীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কুদ্দুস সরকার প্রতিদিনের মতো গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে তার ছেলের সার ও কীটনাশকের দোকানে অবস্থান করছিলেন। এ সময় অস্ত্রধারী একটি দল ওই দোকানে প্রবেশ করে এবং তাকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে উপর্যুপরি গুলিবিদ্ধ ওই আওয়ামী লীগ নেতা ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে নিহতের ছেলে রুহুল আমিন সরকার বাদী হয়ে ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ও র‍্যাব এ মামলার বিশেষ তদন্ত শুরু করে এবং কয়েক দফায় আটজনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব পুলিশের যৌথ অভিযানে সর্বশেষ গ্রেপ্তারকৃত ব্যক্তি ১৬৪ ধারায় এ হত্যায় আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মামলার তদন্ত স্বার্থে তাদের নাম প্রকাশ হলো না এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত