জাতীয় পর্যায়ে দ্বিতীয় উপজেলা চেয়ারম্যান এজাজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এর আওতায় ঘোষিত কুষ্টিয়া জেলা ও খুলনা বিভাগের পর এবার জাতীয় পর্যায়ে দেশসেরা তালিকায় দ্বিতীয় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহম্মেদ মামুন।

গত বৃহস্পতিবার থেকে গভীর রাত পর্যন্ত চেয়ারম্যানের বাস ভবনে ছুটে আসেন নেতাকর্মীরা। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষার মান নিশ্চিত করার জন্য শিক্ষকদের মাসিক সভায় নির্দেশনা দিয়ে আসছেন। দূরবর্তী শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার, শিক্ষার্থীদের টিফিন বাটি, মিডডে মিল, স্কুল ড্রেস, প্রতিযোগিতামূলক শিক্ষা প্রসারে উদ্দিপনা পুরস্কার প্রদান এমনকি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা করে আসছেন। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা নিশ্চিত করার জন্য ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করে আসছেন। শিক্ষাক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে ভূমিকা রাখায় তিনি এ সম্মানে ভূষিত হলেন। এজাজ আহমেদ মামুন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ফোনের মাধ্যমে জানতে পারি আমাকে জাতীয় পর্যায়ের দেশসেরা উপজেলা চেয়ারম্যান তালিকায় দ্বিতীয় স্থানে নির্বাচিত করা হয়েছে। ‘শিক্ষা জাতীর মেরুদণ্ড’ তা শুধু মুখের বুলি না হয়ে আমি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছি। আশা করি উপজেলার মানুষ খুব দ্রুত তার সুফল পাবেন। অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন মনে করেন, সব কিছুর মূলে শিক্ষার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে সমাজের সব অন্যায়, অবক্ষয়, অ-ব্যবস্থাপনা দূর হয়ে যাবে। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত্তি। এ ভিত্তি মজবুত না করতে পারলে ওই শিক্ষার্থী মাঝ পথে ঝরে পড়বে। নিজের অভীষ্ট লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবে না বলে তিনি মনে করেন।