বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইছামতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল এ জরিমানা করেন। জানা যায়, ইছামতী নদীর উপর নির্মিত সেতুর তলদেশের পিলারের কাছ থেকে স্থানীয় কতিপয় প্রভাবশালী বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ওই এলাকায় অভিযান চালিয়ে এক বালু ব্যবসায়ীকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে।