ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিন হাজার কেজি জাটকা জব্দ

তিন হাজার কেজি জাটকা জব্দ

চাঁদপুর মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর সংলগ্ন বাহেরচরে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর। গতকাল শুক্রবার সকালে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিনটি ফাইটার বোট তল্লাশি করে ৩ হাজার কেজি (৭৫) মণ জাটকা জব্দ করে কোস্ট গার্ড সদস্যরা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় প্রকৃত মালিক পক্ষ বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সন্ধ্যায় কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সকালে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক বাহেরচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি ফাইটার বোট তল্লাশি করে ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত