ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই ভিক্ষুককে ভ্যানের দোকান উপহার সমাজসেবা অফিসের

দুই ভিক্ষুককে ভ্যানের দোকান উপহার সমাজসেবা অফিসের

নওগাঁয় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় দুই ভিক্ষুককে ভ্রাম্যমাণ ভ্যানের দোকান প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সরকারি শিশু পরিবারে প্রধান অতিথি হিসেবে ভ্যানের দোকান হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ, সহকারী পরিচালক মোহতাছিম বিল্লাহ, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সাইদুর রহমান ও শহর সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ব্রুহানী সুলতান গামা, নওগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (প্যানেল মেয়র) সারোয়ার তানজিদ সম্রাট ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবিব রাজন। শহর সমাজসেবা কার্যালয়ে আওতায় এসব বিতরণ করা হয়। সুবিধাভোগী নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বরুনকান্দি মহল্লার বৃদ্ধ কাজেম উদ্দিন মণ্ডল এবং ৭ নম্বর ওয়ার্ডের পার-নওগাঁ শান্তিনগর মহল্লার বৃদ্ধ ফজলু হোসেন দীর্ঘদিন থেকে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। পরে শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় কর্মসংস্থানের জন্য ভ্রাম্যমাণ ভ্যানের দোকান হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত