ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারত-বাংলাদেশ ডিজেল সরবরাহ

কার্যক্রমের উদ্বোধন ১৮ মার্চ

কার্যক্রমের উদ্বোধন ১৮ মার্চ

কৃষিপ্রধান উত্তরাঞ্চলের ১৬ জেলায় নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহের লক্ষ্যকে সামনে রেখে আগামী ১৮ মার্চ শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইনের সরবরাহ কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি এ প্রকল্পের উদ্বোধন করবেন। পাইপ লাইন প্রকল্পের ফলে প্রতি ব্যারেলে পরিবহণ বাবদ সাশ্রয় হবে সাড়ে ৬ মার্কিন ডলার।

দিনাজপুরের খনিজসম্পদ সমৃদ্ধ পার্বতীপুর উপজেলার সদরে স্থাপন করা হয়েছে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইনের রিসিভ টার্মিনাল। আগামী ১৮ মার্চ প্রকল্পের ২ অংশীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই গুরুত্বপূর্ণ কৃষকবান্ধব প্রকল্পের উদ্বোধন করবেন। এরই মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার, পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এম বিএম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকারসহ মন্ত্রণালয় ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পার্বতীপুরের রিসিভ টার্মিনাল ও পাইপ লাইনের বিভিন্ন দিকপরিদর্শন করেছেন। জানা যায়, ২০১৮ সালের ৯ এপ্রিল এটি সমঝোতা চুক্তির মাধ্যমে ভারতের রাষ্টায়ত্ত প্রতিষ্ঠান নুমালিগর রিফাইনারি লিঃ-এর শিলিগুঁড়ি মার্কেটিং টার্মিনাল হতে পাইপ লাইনের মাধ্যমে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ডিপোতে ডিজেল আমদানির উদ্যোগ নেয়া হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর উভয় দেশের প্রধানমন্ত্রী ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২৩১ দশমিক ৫৭ কিলোমিটারের দীর্ঘ এই পাইপ লাইনের মধ্যে বাংলাদেশের অংশে রয়েছে ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার এবং ভারতের অংশে রয়েছে ৫ কিলোমিটার পাইপ লাইন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত