ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১১১ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

১১১ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগামীর বিশ্বপোযোগী হিসেবে গড়ে উঠতে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ এর আওতায় ল্যাপটপ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে নড়িয়া উপজেলা অডিটরিয়ামে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১১ বিদ্যালয় প্রধানদের হাতে ল্যাপটপ তুলে দেন। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. ইকবাল মুনসুর। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শামীম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সৈনিক হবে নতুন প্রজন্ম। তাই তাদের ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে তৈরি হতে হবে। ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারলে আজকের প্রজন্মই স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নকে বাস্তবে রূপ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত