সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আরএম সেলিম শাহী, ঝিনাইগাতী (শেরপুর)

তীব্র শীতের রিক্ততা শেষে প্রকৃতিতে এসেছে বসন্ত, বইছে ফাগুন হাওয়া। আগুন ঝরা ফাগুনের আবাহনে শিমুল ফুটেছে, পলাশ ফুটেছে। আর মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে প্রকৃতি, নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। আমের মুকুলের মৌ মৌ মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা চারিদিক। এদিকে আম গাছে বসন্তের ছোঁয়ায় প্রকৃতি যেন সেজেছে তার অপরূপ সৌন্দর্যে। চারিদিকে ফুলে ফুলে যেমন ভরে যাচ্ছে ঠিক তেমনি আমের মুকুল ছড়াচ্ছে সুমিষ্ট ঘ্রাণ। বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণে আমের মুকুলের সমারোহ ঘটেছে। মুকুলের ভারে গাছের ডাল-পালা নুয়ে পড়ছে। ছোট-বড় গাছগুলোতে বেশী মুকুল আসতে শুরু করছে। আমের মুকুল যে পরিমাণে আসছে অনেকে মনে করছে এবার আমের ফলন বেশি হওয়ার সম্ভবনা রয়েছে। গত শুক্রবার সরেজমিন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, গাছে গাছে আমের মুকুলে ছেয়ে গেছে। হলুদ বর্ণের মুকুল সূর্যের সোনালি আলোয় যেন অপরূপ রঙ ছড়াচ্ছে। মুকুলের সমারোহ দেখে এলাকার লোকজনের মধ্যে বইছে আনন্দ। এদিকে অনেকেই মুকুল রক্ষা করার জন্য কৃষি অফিসে গিয়ে কর্মকর্তাদের পরামর্শ নিচ্ছেন। আবার কেউ কেউ গাছের যত্নে মনোযোগী হয়ে উঠছেন। আমের মুকুল আসছে তাই এখন মৌমাছির গুঞ্জন। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো কাছে টানছে। গাছের প্রতিটি শাখা-প্রশাখায় ভ্রমরের ব্যঞ্জনা। বছর ঘুরে আবারও তাই ব্যাকুল হয়ে উঠছে আমপ্রেমীদের মন। এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন দিলদার জানান, মুকুলের যথাযথ পরিচর্যা না করলে মুকুল ঝরে পড়ে আমের ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে।