ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জামিয়াতুল ইমাম মুসলিম (রহ)

শিক্ষার্থীরা পড়তে পারবে সৌদি আরবে

শিক্ষার্থীরা পড়তে পারবে সৌদি আরবে

কক্সবাজারের জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) ও সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতামূলক ঐকমত্য হয়েছে। সৌদি আরবের জামিয়াতুল কাসিমের কুল্লিয়াতুশ শরীয়াহ ওয়াদ দিরাসাতুল ইসলামিয়া (প্রধান), ভাইস-চ্যান্সেলর ড. আবু মুহাম্মদ এবং জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম নিজ প্রতিষ্ঠানের পক্ষে দ্বিপক্ষীয় আলোচনা হয়। এর আগে জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) প্রতিষ্ঠাতা শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে ছাত্রবিষয়ক ডীন প্রফেসর ড. ইউনুস সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) পড়ুয়া শত শত দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রী সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ পাওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এ ঐকমত্য ফলে, জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) পড়ুয়া ছাত্ররা বিশুদ্ধ কুরআন-সুন্নাহর জ্ঞান, আরবি ভাষা ও সাহিত্য, সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি যুগচাহিদার প্রেক্ষিতে জাগতিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে প্রাচীন আধুনিক জ্ঞান-বিজ্ঞানের মিশ্রণে প্রণীত স্বতন্ত্র কারিকুলামের মাধ্যমে আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার তত্ত্বাবধানে পরিচালিত ক্বওমি শিক্ষা বোর্ড ‘ইত্তেহাদুল মাদারিসিল আহলিয়া বাংলাদেশ’ এবং সর্বোচ্চ ক্বওমি শিক্ষা বোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ নিয়মানুসারে ইবতিদাইয়্যা (প্রাথমিক), মুতাওয়াসসিতা (মাধ্যমিক), সানুভিয়া (উচ্চ মাধ্যমিক) এবং জামিয়া (স্নাতক) স্তর পর্যন্ত একাডেমিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে অত্যন্ত সুশৃঙ্খল ও সুনিপুণভাবে। এই প্রতিষ্ঠানের ছাত্ররা ‘ইত্তেহাদ’ও ‘আলহাইআহ’ উভয় শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি সৌদি আরব ও আরব বিশ্বের বহু নামিদামি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত