ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা

অসদুপায় অবলম্বনে পরীক্ষার্থীর সাজা

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র পাওয়ায় একজন পরিক্ষার্থীকে বহিষ্কার এবং ২ দিনের কারাবাস দিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার নীলফামারী সদরের পৌর এলাকার ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে।

সরজমিন জানা যায়, ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ফয়সাল ইসলাম চৌধুরী রোল নং ১৪০০১৭১ পরীক্ষার হলে প্রশ্নপত্র নিয়ে পকেটে থাকা উত্তরপত্র নিয়ে লেখার শুরু করলে, পাশাপাশি শিক্ষার্থীরা কানাঘুষা করতে থাকলে শোরগোল শুনে পরীক্ষায় দায়িত্বরত হিসাব বিজ্ঞানের প্রভাষক তহমিদুল ইসলাম উত্তরপত্র খানা ছিনিয়ে নিয়ে হলরুম থেকে বেড়িয়ে যায়। এখবর জানতে পেয়ে কেন্দ্রের সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করে ১৮৬০ এর ১৮৮ ধারায় ২ দিনের কারাবাস প্রদান এবং ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক তহমিদুল ইসলামের দুটো মোবাইল তদন্তের জন্য জব্দ করেন। এ বিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, বিষয়টি জেনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।