১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে গতকাল শনিবার বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এই সরকার গণতান্ত্রিক সরকার নয়। ২০১৮ সালের ৩০ অক্টোবর রাতের আঁধারে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী-যুবলীগের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে ক্ষমতায় এসেছিল। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ৫০ বছরেও ঘটে নি। আরেকটি ঘটনা ঘটেছিল ১৯৭৩ সালের নির্বাচনে। শেখ মুজিবুর রহমান তখন ক্ষমতায়, কুমিল্লার দাউদকান্দিতে ইঞ্জিনিয়ার রশিদ সাহেব বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবং খন্দকার মোশতাক বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। সেদিন হেলিকপ্টারে ব্যালট বাক্স ঢাকায় এনে মোশতাককে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যিনি পরবর্তীতে শেখ মুজিবের লাশ সিড়িতে ফেলে রেখে রাষ্ট্রপতি হয়েছিলেন। এই নির্বাচনের কারচুপি ১৯৭৩ সাল থেকে শুরু হয়েছিল। জেলা পরিষদ মার্কেটের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, মোমিনুল হক।

বগুড়া : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে। যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দেয়া হয় তাহলে বিএনপি নির্বাচনে যাবে না। নির্দলীয় সরকার বাস্তবায়নে এই ভোট ডাকাত সরকারকে গদি থেকে টেনে হেঁচড়ে নামাতে হবে। দেশের মানুষ শান্তিÍতে নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে মানুষ অসহায় হয়ে পড়েছে।

জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি মোশারফ হোসেন, এমআর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মহিলা দলের সভাপতি লাভলী রহমান, সাধারণ সম্পাদক নাজমা আক্তার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ প্রমুখ।

দিনাজপুর : শহরের নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী এমএ জলিল, সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

ফেনী : শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। ফেনী জেলা কমিটির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা যুগ্ম-আহ্বায়ক এমএ খালেক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য আকবর হোসেন, পৌর সদস্য সচিব মেজবাহ উদ্দিন, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন, মহিলা দল সভাপতি জুলেখা আক্তার ডেইজী প্রমুখ।

গাইবান্ধা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মানবাধিকার সম্পাদক অ্যাড. আশিফা আশরাফি পাপিয়া বলেন, আজকে দেশে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের নামে ভোট চুরি করে ক্ষমতায় আসে। তারা ভোট চোর। তারা দিনের ভোট রাতে করে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত। তারা সেই ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে ভয় পায়। জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে পাপিয়া এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে আরো বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, মো. শহিদুজ্জামান শহীদ, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, মোর্শেদ হাবীব সোহেল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল আরজু, জেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক ভুট্টু, বিএনপি নেতা আব্দুস সালাম, আবু আলা মওদুদ প্রমুখ।

লালমনিরহাট : জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা যুবদলের সভাপতি আনিসুল হক আনিস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইউনুস আলী প্রমুখ।

সাতক্ষীরা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মামুন আহমেদ বলেছেন, বর্তমান সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। কঠোর আন্দোলনের মাধ্যমে এই জগদ্দল পাথরকে জনগণের ঘাড়ের ওপর থেকে নামাতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ এখন ১ কেজির বদলে ২০০ গ্রাম মাংস কিনছে। এতেই বোঝা যায়, দেশে নীরব দুর্ভিক্ষ আঘাত হেনেছে’। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

নোয়াখালী : বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, যাদের ঈমান আছে আল্লাহ তাদের শক্তি দেয়। হাসিনা ক্ষমতায় থাকার জন্য যতই ষড়যন্ত্র করুক হাসিনা ক্ষমতায় টিকতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন, সে আন্দোলনের মধ্যে হাসিনার পতন হবে। এবার পয়সালা হয়েছে রাজপথে। দেশে স্বাধীনতা যুদ্ধে ডাক দেয়ার কথা ছিল কার, শেখ মুজিবুর রহমানের।