তুলা চাষবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের আয়োজনে কটন ইউনিট অফিসার, স্টোর কাম ফিল্ডম্যান ও সহকারী কটন ইউনিট অফিসারদের তুলা চাষের আধুনিক প্রযুক্তির ওপর চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গতকাল রোববার তুলা গবেষণাকেন্দ্র মিলানায়তনে এর সমাপনী অনুষ্ঠান হয়। তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে কর্মশালায় বিভিন্ন ইউনিটের ৪০ জন অফিসার অংশ নেন। এতে নেতৃত্ব দেন তুলা গবেষণার কটন অ্যাগ্রোনমিস্ট কৃষিবিদ মো. আব্দুল ওয়াহাব। প্রধান অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. ফখরে আলম ইবনে তাবিব প্রমুখ।