নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

জাটকা ও মা ইলিশ আহরণ নিষিদ্ধের সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরীর লক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিবন্ধিত ১৭ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। গতকাল রোববার মতলব উত্তর উপজেলা পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় জেলেদের এ বাছুর দেয়া হয়। আনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে বকনা বাছুর তুলেদেন প্রধান অতিথি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন। এ সময় সরকারি বিভিন্ন দপরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।