‘শিক্ষাব্যবস্থা উন্নতির কৃতিত্ব প্রধানমন্ত্রীর’

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সাঘাটা-ফুলছড়ি আসনের এমপি মাহমুদ হাসান রিপন বলেছেন, শিক্ষা ব্যবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের মান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যা অন্য কোনো সরকারের আমলে হয়নি। তিনি আরো বলেন, আমার নির্বাচনি এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে বালাসী ঘাট ট্যানেল নির্মাণ, সাঘাটা ফুলছড়ি থেকে স্বল্প সময়ে রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আঞ্চলিক মহাসড়ক, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, একটি মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, বোনারপাড়া রেলওয়ে স্টেশনকে আধুনিক করণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আয়োজনে গতকাল রোববার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কলেজের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম সামশীল আরেফীন টিটু, অধ্যক্ষ হুমায়ন কবির, প্রভাষক সামছুজ্জোহা টিপু, শাহ আলম, শিক্ষার্থী অফিয়া বিলকিস আনোয়ার, ময়ূরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক আনিছুর রহমান আনিছ।