ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

থেমে নেই মাটি বাণিজ্যের মহোৎসব

থেমে নেই মাটি বাণিজ্যের মহোৎসব

গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষি ভূমিতে মাটি কেটে অন্যত্র বিক্রির মহোৎসবে পরিণত হচ্ছে। স্থানীয় এক স্বার্থান্বেষী ব্যক্তি অবৈধভাবে মাটি বাণিজ্যে ফুঁসে ওঠেছে। এসব মাটি অবাধে ট্রাক্টরে বহন করায় নষ্ট হচ্ছে রাস্তাঘাট। আর ধুলোবালুতে দূষিত হচ্ছে পরিবেশ। ফলে ভোগান্তির শিকার হচ্ছে মানুষরা। প্রকাশ্যে এই মাটি কেটে সাবার করা হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে ভুক্তভোগিদের অভিযোগ। স্থানীয়রা জানায়, সাদুল্লাপুর-ধাপেরহাট সড়ক ঘেঁষে খোর্দ্দরুহিয়া গ্রামের রাশেদ মিয়ার পুকুর থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। পুকুরটি গভীর হওয়ার ফলে সদ্য নির্মাণাধীন সড়কটির প্যালাসাইডিং ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া মাটিগুলো ট্রাক্টর দিয়ে অন্যত্র বহন করায় গ্রামীণ মেঠোপথসহ পাকারাস্তা দেবে গিয়ে ক্ষয়ক্ষতি হচ্ছে। একই সঙ্গে ফাগুনের হাওয়ায় ধুলোবালু উড়ে গিয়ে পরিবেশ দূষিতসহ মানুষ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছেন। শুধু ওই স্থানে নয়, খোর্দ্দরুহিয়ার আশপাশের কৃষি মাঠের বিভিন্ন জায়গায় একইভাবে মাটি বাণিজ্যে ফুঁসে ওঠেছে খালেক মিয়া। তিনি থানা পুলিশ ও কতিপয় রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় অবাধে মাটি ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ। অবৈধ এই আয়ের টাকায় আব্দুল খালেক মিয়া রাতের বেলায় সাদুল্লাপুর শহরে মদ্যপান করে সাধারণ মানুষের সঙ্গে অসভনীয় আচরণ করছে। এদিকে খালেক মিয়ার এই অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে প্রশাসনকে অবগত করা হলেও কোনো কর্ণপাত করেনি এমনি অভিযোগ ভুক্তভোগিদের। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক বলেন, নিয়মবহির্ভূতভাবে মাটিকাটা হলে সেটি প্রশাসনের ব্যবস্থা নেয়া দরকার।

সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় সংবাদকর্মীদের বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে মাটি উত্তোলন স্থানে পুলিশ পাঠিয়ে বন্ধের নির্দেশ দেয়া হয়; কিন্তু তা এখনও বন্ধ হয়নি। বিষয়টি এসিল্যান্ড স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান বলেন, বিশেষ কাজে আমি ব্যস্ত আছি। বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সঙ্গে যোগাযোগ করেন। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম জানান, ওইস্থানে মাটি বাণিজ্য হচ্ছে, সেটি তার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত