ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’-এ স্লোগানকে ধারণ করে পিরোজপুরের সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক অডিটরিয়ামে যৌথ সভায় এ ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, গণমাধ্যম কর্মী এসএম পারভেজ, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, ইউপি চেয়ারম্যান আজমীর মাঝি। যৌথসভায় জানানো হয়, পিরোজপুর সদর উপজেলার ২৭০ জন গৃহহীন ও ভূমিহীন মানুষকে জমি ও গৃহ প্রদান করে তাদের আশ্রয়ণের মাধ্যমে পুনর্বাসিত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত