জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়। গতকাল সোমবার প্রতিনিধিদের পাঠানো খবর-

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষা অফিসের অয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোয়ার হোসেন রঞ্জু, শাহীন আক্তার, শাহিনুর রহমান, শাহীন আক্তার, কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশচন্দ্র দেবাধিকারী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মণ্ডল, ইউআরসি ইনস্ট্রাক্টর আতিকুর রহমান সহকারী শিক্ষক সমাজের সভাপতি আলাউদ্দিন ও সম্পাদক সোহেল রানা প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালিয়াকৈর (গাজীপুর) : এ উপলক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠান হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিনসহ আরো অনেকে। পরে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখার জন্য ৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়।

কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় র‍্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।