জমজ তিন শিশুর খাবার জোগাতে হিমশিম

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিংড়া (নাটোর) প্রতিনিধি

‘সন্তানদের নিয়ে খুব বিপদের মধ্যে আছি ভাই, ঘরে নিজেদের খাবারই নেই, এর মধ্যে খাবার কিনে শিশু তিনটিকে বাঁচাব কি করে’। কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেলেন নাটোরের সিংড়া পৌর পাড়ার বাসিন্দা তিন জমজ সন্তানের হতদরিদ্র মা সুমি আক্তার। তার স্বামী দিনমজুর আরিফুল ইসলাম কখনও রাজমিস্ত্রী, আবার কখনও জমা রিকশা চালিয়ে যে আয় হয়, সেই টাকায় কোনো রকম সংসার চালিয়ে আসছিল। এই দম্পতির ৫ বছর বয়সি একটি মেয়ে সন্তানের পর ৪ মাস আগে জন্ম নেয় তিন জমজ মেয়ে। দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা রেখে মেয়ে তিনটির নাম রাখা হয় পদ্মা মেঘনা ও যমুনা। প্রথমত, ধারদেনা করে নবজাতক শিশু তিটিকে খাবার জোগাড় করতে পারলেও এখন তা আর সম্ভব হচ্ছে না। ফলে দিনের পর দিন খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগছে ওই তিন জমজ শিশু। সরেজমিন গিয়ে দেখা যায়, পৌর পাড়ার একটি জীর্ণশীর্ণ ভাড়াটে বাড়ির চৌকিতে বসে তিন শিশুকে ভাতের মাড় ও সুজি খাওয়াচ্ছেন সুমি। তিনি জানান, খিদের পেটে সন্তানদের কান্না দেখলে সহ্য করতে পারি না। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন বলেন, ওদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। যদি তারা অসমর্থবান হন, তাহলে দরিদ্র বাবা-মায়ের ঘরে জন্ম নেয়া সন্তান তিনটি যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।