ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভালুকায় নদীকৃত্য দিবসে র‍্যালি ও মানববন্ধন

ভালুকায় নদীকৃত্য দিবসে র‍্যালি ও মানববন্ধন

‘আমার খীরু, লাউতি, সূতিয়া বাঁচাও, বন্ধ কর দূষণ’, স্লোগানকে সামনে নিয়ে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে খীরু, লাউতি ও সূতিয়া নদী রক্ষায় র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা আঞ্চলিক শাখা। ভালুকা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে সদর হাসপাতালের সামনে নদীর পারে এসে মানববন্ধনে মিলিত হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার আহ্বায়ক ডেপুটি এটর্নি জেনারেল শাহ আশরাফুল হক জর্জের সভাপতিত্বে ও (বাপা) উপজেলা শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এআরএম শামসুর রহমান, নারীনেত্রী মাহমুদা সুলতানা মুন্নি, আব্দুর রশিদ রতন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনির হোসেন, শিক্ষক, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, ও শিক্ষার্থীসহ নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত