বাড়ি নির্মাণকে কেন্দ্র করে যুবক নিহত

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাহফুজ খন্দকার, কুড়িগ্রাম

কুড়িগ্রাম শহরের নাজিরা মুন্সীপাড়ায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সেলিম মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত সেলিম পাশর্^বর্তী ব্যাপারী পাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গারুহারা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে অবসরপাপ্ত চাকরিজীবী আব্দুল আহাদ কুড়িগ্রাম শহরের নাজিরা মুন্সীপাড়ায় ক্রয়কৃত ৭ শতক জমিতে ফ্ল্যাট নির্মাণ করছিলেন। প্রতিবেশী মৃত আজিমুদ্দির ছেলে কয়ছার, কুতরত, লিয়াকত ও রেজাউলের সাথে সীমানা নিয়ে তার বিরোধ চলছিল। কিছুদিন কাজ বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে কাজ শুরু করা হলে মৃত আজিমুদ্দিনের ছেলেরা কাজে বাধা প্রদান করেন। এ সময় বাড়ির কেয়ারটেকার সেলিম মিয়া কথা বলতে গেলে আজিমুদ্দিনের ছেলে কয়ছার, কুতরত, লিয়াকত, রেজাউল, তাদের স্ত্রী ও সন্তানরাসহ সেলিমের ওপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই সেলিম মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সাথে জড়িত সন্দেহে মৃত আজিমুদ্দিনের ছেলে লিয়াকত, কুদরতের স্ত্রী নাজমা বেগম ও কয়ছারের স্ত্রী মল্লিকাকে আটক করে থানায় নিয়ে যায়।

অকাল মৃত্যুতে শোকে মাতম করছেন সেলিমের স্ত্রী জেসমিন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে দিশাহারা। জেসমিন তার স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শাহীনুর রহমান সরদার জানান, মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আরো কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।