সরকার সব ধর্মের অনুশাসনে বিশ্বাসী

বললেন ডেপুটি স্পিকার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাসান মামুন, পিরোজপুর

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, এই লাখো মুসল্লিদের উপস্থিতি প্রমাণ করে, বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশে ইসলাম বিরোধীদের আমরা উৎখাত করে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব। এ সরকার সব ধর্মের অনুশাসনে বিশ্বাসী। তিনি বলেন, আল্লাহর কোরআন, আল্লাহর নির্দেশনায় আমরা ধর্ম পালন করে আমরা রাষ্ট্র পরিচালনা করব। রাষ্ট্র পরিচালনার সাথে ধর্মের কোনো সাংঘর্ষিক অবস্থা নেই। কিন্তু আমার দেশে ধর্মের নামে অনেক গোষ্ঠী, অনেক সংগঠন এসে যায়। তারা ফেৎনা ফ্যাসাদ সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। আমরা আল্লাহর বাণী আল্লাহর ইসলাম ঘরে ঘরে পৌঁছে দিয়ে শান্তিময় বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করব। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে যাত্রা শুরু করেছেন, এই যাত্রায় আমরা সুষ্ঠু মানবসম্পদ, নৈতিক শিক্ষায়, ইসলামিক চিন্তাকে আমরা সমন্বিতভাবে ব্যবহার করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ডেপুটি স্পিকার গতকাল মঙ্গলবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা দরবার শরিফের ১৩৩তম ঈসালে সওয়াব বার্ষিক মাহফিলে আখেরি মোনাজাতে অংশ নিয়ে এসব কথা বলেন।

বাদ জোহর আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরিফের পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ। মাহফিলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ সরকার ইসলাম প্রিয় সরকার, বর্তমান সরকার ইসলাম পরিপন্থি কোনো আইন, কোনো বিধি প্রণয়ন করেনি এবং কোনো দিন করবে না। বরং ইসলামের যাতে বিকাশ হয়, প্রতিটি উপজেলায় আমরা মডেল মসজিদ, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করেছি, যা নির্মাণ করে পৃথিবীব্যাপী অনন্য ভূমিকা রেখেছেন। মোনাজাতে অংশগ্রহণ করেন ডেপুটি স্পিকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এমপি, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহাজাদা।