ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাকা লেনদেনের জেরে যুবকের গায়ে আগুন : আটক এক

টাকা লেনদেনের জেরে যুবকের গায়ে আগুন : আটক এক

নওগাঁয় টাকা লেনদেন ও পরকীয়া সম্পর্কের জেরে বুলবুল আহমেদ নামে এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় হাবিব নামে একজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের চকমুক্তার মন্ডলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। বুলবুল নীলফামারী জেলার উত্তর দুরাকুটি গ্রামের বাহান উদ্দিনের ছেলে। ঘটনায় হাবিব নামে একজনকে আটক করা হয়েছে। হাবিবের স্ত্রী মোসলেমা পলাতক। স্থানীয় সূত্রে জানা যায়, চকমুক্তার মন্ডলপাড়া মহল্লায় গত এক বছর থেকে কাজী আব্দুস সামাদের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল হাবিব ও তার স্ত্রী মোসলেমা। ঘটনার দিন হাবিব ও মোসলেমার সাথে বুলবুল আহমেদ এর তর্কবিতর্ক হচ্ছিল। এক সময় গায়ে আগুন নিয়ে চিৎকার দিয়ে জীবন বাঁচাতে দৌঁড়ে পাশের ডোবা ভেবে কচুরিপানায় ঝাঁপ দেন বুলবুল। তবে সেখানে পানি ছিল না। পরে স্থানীয়রা বস্তা ও পাশে পড়ে থাকা ইটের গুঁড়ি দিয়ে আগুন নেভান। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে মারা যান বুলবুল। ঘটনার পর থেকে মোসলেমা পলাতক রয়েছেন। সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগানোর ঘটনার সত্যতা আছে। হাবিব-মোসলেমা ও বুলবুলের সাথে টাকার লেনদেনের একটি বিষয় ছিল। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত