ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূমি বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন

ভূমি বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনবান্ধব অভ্যর্থনা, সেবাকেন্দ্র ও সোনাহাট ভূমি বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সোনাহাট ভূমি অফিসে আধুনিক মানের জনবান্ধব অভ্যর্থনা, সেবাকেন্দ্র ও বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার। উল্লেখ্য, ভারতীয় সীমান্তঘেঁষা সোনাহাট ভূমি অফিসটির ২.৭৯ একর নিজস্ব জায়গার মধ্যে রয়েছে একটি বিরাট পুকুর, খেলার মাঠ, কলাবাগান, পাশেই রয়েছে পরিত্যক্ত জায়গা। এসব জায়গা নয়নাভিরাম ও দৃষ্টিনন্দন করার জন্য লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছ। বাগানের মাঝখানে বানানো হয়েছে দর্শনার্থীদের বিশ্রামের জন্য গোল ঘর। যাতে ইউনিয়ন ভূমি অফিসে আগত সেবা গ্রহীতারাও এখানে বসে সেবা নিতে পারেন। এরইমধ্যে জায়গাটি পিকনিক স্পট হিসেবে খ্যাতি অর্জন করেছে এবং প্রায় প্রতিদিন বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিকনিক করতে আসেন। শুধু তাই নয়, সোনাহাট স্থলবন্দর ও সীমান্ত দর্শনের জন্য আগত দর্শনার্থীরা এখানে এসে আনন্দের সঙ্গে কিছু সময় মন-প্রাণ জুড়িয়ে নেন। উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রায় ৭ লাখ ৭২ হাজার ৭৮ টাকা ব্যয়ে প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত