ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শিক্ষিত হতে হবে’

‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শিক্ষিত হতে হবে’

পটিয়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব বাবুল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্র ও বিএনপি-জামায়াত নেতৃত্বে ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার সপরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল ঘাতক চক্ররা। তারা চেয়ে ছিল বাংলাদেশকে পুনরায় পাকিস্তান রাষ্ট্রে পরিণত করতে, কিন্তু ভাগ্যক্রমে বিদেশে থাকার তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা প্রাণে বেঁচে যান। পিতা বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে পটিয়া পৌরসভা ষষ্ঠ পরিষদের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষ্যে মেয়র মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৫০ শিক্ষার্থীদের মধ্যে প্রতিজনকে নগদ ২ হাজার টাকা, একটি ব্যাগ, শিক্ষা উপকরণ ও সনদ প্রদান হয়। পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা’র সভাপতিত্বে ও লাইসেন্স কর্মকর্তা বিধান দাশের পরিচালনায় বক্তব্য দেন প্যানেল মেয়র-১ কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, কাউন্সিলর শফিউল আলম, জসিম উদ্দিন, ছরওয়ার কামাল রাজীব, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াসমিন আকতার চৌধুরী, পৌর নির্বাহী নেজামুল হক, প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, হিসাব রক্ষক গোলাম মাহমুদ, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ, পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, লেখক কবির আহমদ, ইসলামী ব্যাংক লিমিটেড পটিয়া উপ-শাখার ম্যানেজার মো. ইসহাক, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, নাজিম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত