ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেঘনায় জাটকা নিধন ১৭ জেলে আটক

মেঘনায় জাটকা নিধন ১৭ জেলে আটক

চাঁদপুর নৌ-সীমানায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা নিধনের অপরাধে ১৭ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। একই সময় ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল, ৫টি মাছ ধরার নৌকা ও ৭১ কেজি জাটকা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার চাঁদপুর নৌ-থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। আটক জেলেরা হলেন- আবু বক্কর মৃধা, আবু কালাম মৃধা, রতন মৃধা, সুমন মোল্লা, মিরা রাঢ়ী, রমিজ খান, সুমন, বোরহান উদ্দিন খালাসী, হেলাল চৌধুরী, সোহেল মিয়া, সজিব চৌকিদার, নাছির, রিয়াদ, মো. হুমায়ুন, আল-আমিন হোসেন, জুম্মান ও মাহফুজ। তাদের বাড়ী শরীয়তপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গত সোমবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পৃথক অভিযানে এসব জেলেদের অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাছ ধরার নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ-থানা হেফাজতে রয়েছে। জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত