ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উপলক্ষ্য বঙ্গবন্ধুর জন্মদিন

সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম ধাপে সংগীত ও চিত্রাংকন উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে এর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা অংসুই প্রু চৌধুরী। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, মেলা জেলার সাধারণ সম্পাদক মো. শাহ এমরান রোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সহ-সভাপতি মো. সাইফুল আলম রাশেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপু দেওয়ানজী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অংসুই প্রু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাস মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব, তাই নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। প্রতিযোগিতায় জেলার প্রায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত