বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবর কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত ও ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে নাদিম মুন্সী, মহিষার এলাকার আনোয়ারা বেগম। একই সময় কাচারি কান্দি গ্রামের সেলিম শেখের দেড় বছরের শিশু মেয়ে সুরা মনি গুরুতর আহত হয়েছে। আহত সুরা মনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতাল, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সিফাত গতকাল বুধবার নিজ এলাকায় জমিতে কাজ করতে যায়। দুপুরে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে সিফাত গুরুতর আহত হন। একই সময় পাশর্^বর্তী গ্রামের সুরা মনি নামে দেড় বছরের এক শিশু আহত হয়। স্থানীয়রা তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করে। এদিকে ভেদরগঞ্জ উপজেলার নাজিমপুর গ্রামের নাদিম মুন্সী আকাশে মেঘ দেখে দ্রুত বাড়ি ফিরছিল। পথিমধ্যে ছয়গাঁও এলাকায় পৌঁছলে বজ্রপাতে নাদিম আহত হয়। স্বজনরা নাদিমকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক নাদিমকে মৃত বলে ঘোষণা করেন। একই উপজেলার মহিষার ইউনিয়নের উত্তর মহিষার গ্রামের মোসলে মালের স্ত্রী আনোয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।