শালবনে হাঁটছে বিলুপ্তপ্রায় নীলগাই

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কামরুল হুদা হেলাল, দিনাজপুর

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুরে শালবনে ঘুরে বেড়াচ্ছে নীলগাই। বিলুপ্তপ্রায় এই প্রাণীটিকে রক্ষার জন্য বন বিভাগ ও ইউনিয়ন আওয়ামী লীগ একসঙ্গে কাজ করছে। এমনকি প্রাণীটিকে বিরক্ত না করার জন্য মসজিদে মসজিদে মাইকিংও করছে কর্তৃপক্ষ। গত শনিবার ভোরে ধর্মপুর শালবনের পাশের রাস্তায় ঘুরাঘুরি করতে দেখা যায় নীলগাইটিকে। এর পর থেকে শালবনের প্রায় ২২শ একর জায়গার বিভিন্ন এলাকায় দেখা যায় নীলগাইটিকে। তবে গাইটিকে খাবারের সন্ধানে বন থেকে বের হলে স্থানীয়দের দেখলেই ছোটাছুটি করছে। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর, কামদেবপুর, ধর্মজৈন, বেকুড়ি, সাতদাগ, কলাইছাপা, রানীপুর, বড় ঘুটিয়া, বইরাতুলিসহ বেশ কয়েকটি এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে নীলগাইটিকে। কামদেবপুর গ্রামের বাসিন্দা বাবর আলী বলেন, নীলগাইটিকে কয়েক দিন আগে আমাদের এলাকায় দেখা গেছে। কিন্তু এই এলাকার উৎসুক মানুষের কারণে প্রাণীটি আবার বনে পালিয়ে গেছে। ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায় বলেন, এর আগে একটি নীলগাই মারা গেছিল। তাই এবার আমরা এই নীলগাইটি রক্ষা করার জন্য কাজ করছি। পাশাপাশি নীলগাইটিকে কেউ যেন বিরক্ত না করে, সে বিষয়ে আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীকে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা চাই আমাদের বনের মধ্যে এই প্রাণীগুলো বেঁচে থাক। তাহলে বাইরে থেকে পর্যটক আসবে। ধর্মপুর বিট কর্মকর্তা মহসীন আলী বলেন, এটি নিরীহ প্রাণী। এই প্রাণীটি বিলুপ্তপ্রায়। কারণ বাংলাদেশ হাতেগোনা কয়েকটা, তাই কেউ যাতে এই প্রাণীটিকে বিরক্ত বা ক্ষতি করতে না পারে এ জন্য চেষ্টা চালাচ্ছেন বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা। আমরা প্রতিটি এলাকার মসজিদে মসজিদে মাইকিং করেছি। পাশাপাশি বন বিভাগও নিজস্ব মাইক দিয়ে মাইকিং করছে। এ ছাড়া যদি কেউ নীলগাইটিকে আঘাত করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। আমরা চাই নীলগাইটি বনের মধ্যে স্বাভাবিকভাবে চলাচল করুক।