ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

একযুগ পর মায়ের কোলে সাথী

একযুগ পর মায়ের কোলে সাথী

প্রায় একযুগ পর মায়ের কাছে ফিরে এলো মেয়ে। ২০১১ সালের ১ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় নিখোঁজ হয়েছিলেন মঞ্জু আরা বেগম সাথী। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিন আহমেদ জানান, সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের কমলপুর চাদাহার গ্রামের মঞ্জু আরা বেগম নিখোঁজ হন। এরপর ২০১৬ সালের ৬ নভেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলা করে সেখানে মঞ্জুআরাকে হাজির করা হয়। ২০১৬ সালের ৭ নভেম্বর তাকে ফরিদপুরের সেফ হোমে রাখার আদেশ দেন রাজবাড়ীর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ। বিজ্ঞ আদালতের আদেশে সাথীকে পরবর্তী অবস্থান অথবা চাকরি প্রাপ্তি সাপেক্ষে জামিন মঞ্জুর করেন। মঞ্জুআরা সাথীর ঠিকানা অনুসন্ধানের জন্য দিনাজপুরের পুলিশ সুপার ও কোতোয়ালি পুলিশের মাধ্যমে সহযোগিতা চাওয়া হলে কোতোয়ালি এসআই ইমান আলী ও স্থানীয় এনজিও জাগ্রত দিনাজপুরের আফসানা ইমুর যৌথ উদ্যোগে সাথীর মায়ের সন্ধান পেয়ে তাকে মায়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। গত মঙ্গলবার কোতোয়ালি পুলিশ ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে এনে তার মায়ের কাছে মঞ্জুআরা সাথীকে হস্তান্তর করা হয়। প্রায় ১ যুগ পর মেয়েকে পেয়ে মা আবেগাপ্লুত হয়ে আনন্দের কান্নায় নিজের অনুভূতি প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত