ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ময়লার ভাগাড় থেকে নবজাতক উদ্ধার

ময়লার ভাগাড় থেকে নবজাতক উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশে ময়লার ভাগাড় থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো দুই দিনের এক জীবিত নবজাতকে উদ্ধার করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকা থেকে এ শিশুটিকে উদ্ধার করা হয়। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন জানান, রাতে সড়কের পাশে ময়লার ভাগাড়ের ছোট শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয় ইকবাল হোসেন লোকজন নিয়ে গিয়ে কাপড়ের ব্যাগে মোড়ানো জীবিত এক নবজাতক শিশু দেখতে পান। পরে সেখান থেকে তারা শিশুটিকে নিজেদের হেফাজতে নেন। এদিকে গতকাল বুধবার সকালে স্থানীয়রা চেয়ারম্যান কামরুল হাসান তুহিনকে বিষয়টি জানালে তিনি উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে শিশুটিকে চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, শিশুটি জন্মের পর থেকে কোনো খাবার পায়নি। তার মাথার পেছনে ও একটি পায়ে ইনফেকশন হয়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অন্য কোনো হাসপাতালে নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, নবজাতক শিশু উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যানের সহায়তা চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে প্রয়োজনে ঢাকা মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটে পাঠানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত