কবি মুহম্মদ শফি সম্মাননা পাচ্ছেন ১৭ গুণীজন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেশবপুর (যশোর) প্রতিনিধি

কবি মুহম্মদ শফি সম্মাননা-২০২৩ পাচ্ছেন ১৭ গুণী ব্যক্তি। কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির ৬৪তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষ্যে যশোরের কেশবপুর পৌরসভার ভবানীপুরে কবির জন্মভিটায় আগামী ১৯ মার্চ ওই সম্মাননা প্রদান করা হবে। জন্মবর্ষ উদযাপন পরিষদ গতকাল বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সম্মাননা প্রাপ্তরা হলেন- প্রবন্ধ-গবেষণায় ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সন্দীপক মল্লিক, জনপ্রতিনিধিত্বে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, মনিরামপুরের শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগার আলী ও কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, সামাজিক উন্নয়নে ইউএনডিপির প্রোগ্রাম অফিসার অশোর অধিকারী, আয়কর উপদেষ্ট্রা মোস্তাফিজুর রহমান বাচ্চু ও সেতুর সাবেক উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ব্যাংকিংয়ে রাজগঞ্জ সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার শামছুর রহমান (মরণোত্তর), শিক্ষায় রেজাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, কবিতায় সম্পাদক ও কবি বহ্নি কুসুম, নাটকে নাট্টকার বিশ্বজিৎ ঘোষ, লোকসংগীতে সঙ্গীত শিল্পী মিজানুর রহমান মিজান এবং সাংবাদিকতায় দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার মোতাহার হোসাইন, দৈনিক কালের কন্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান ও দৈনিক ইনকিলাবের কেশবপুর প্রতিনিধি হাজী রুহুল কুদ্দুস।